Thursday , March 20 2025
Breaking News

জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, দেশে এখনও গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন,জনগণ তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।

বৃহস্পতিবার(২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ,সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক।

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, সাজ্জাদ হোসেন মোল্লা, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম,বিএনপি নেতা হাজী আবু তৈয়ব, পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী বাদশা মিয়া,সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী প্রমুখ।

এছাড়াও

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে- আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: রাস্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা বলে অভিযোগ করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *