Saturday , April 26 2025
Breaking News

যারা দলের দূর্দিনে ছিল তারাই মূল্যায়িত হবে: আমিনুল হক

শেষবার্তা ডেস্ক : স্বৈরাচারের দোসররা দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চায় মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের বন্ধু হতে পারে না। এদেশের মানুষের ভাই হতে পারে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড পর্যায়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, কোনো স্বৈরাচারের দোসরদের বিএনপির নবায়ন ফরমে সদস্য করা যাবে না। তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না।  কারণ আওয়ামী লীগ হচ্ছে ষড়যন্ত্রকারী। বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারীর স্থান নেই।

অনেক নেতাকর্মী ভাবছেন গত ১৭ বছর কষ্ট করলাম এখন নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাব’ দলীয় নেতাকর্মীদের এমন ভাবনা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি।

আপনাদের মনে কোন কষ্ট থাকার কারণ নাই। কারণ আপনারা হচ্ছেন দলের সত্যিকার কর্মী। যারা দলের দূর্দিনে ছিল তারাই মূল্যায়িত হবে।

আপনারা যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন তাহলে আপনি কখনও দল থেকে লাইনচ্যুত হবেন না।

আমিনুল হক আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহিন, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম ও মাহাবুব আলম মন্টু প্রমুখ।

এছাড়াও

পল্লবীতে যুবদলের বিক্ষোভ, ইসরায়েলি পন্য বয়কটের আহবান

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ বলে মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *