মো: সোলায়মান: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরের অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার পরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরের এমন চিত্র দেখা যায়।
এদিন সরেজমিনে দেখা গেছে, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর ১০ অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। এছাড়া সকাল থেকে মিরপুর ১০ গোল চত্ত্বরে এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। কোন ট্রাফিক পুলিশ ও নেই মিরপুর ১০ গোল চত্ত্বর এলাকায়। এতে করে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এখন পর্যন্ত কোটা আন্দোলনকারী কাউকে দেখা যায়নি মিরপুর দশ নম্বর এলাকায়।
এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।