Wednesday , January 8 2025
Breaking News

রাজধানী ১০ নম্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

শেষবার্তা ডেস্ক : রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বেলা ১১টার পর থেকেই মিরপুর ১০ নম্বর এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সেখানে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে দেন কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পুলিশ টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চায়।

সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

দুপুর ২টার দিকে আগুন লাগলে তা পুলিশ বক্স থেকে সড়কের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। তখন অনেকে ভেবেছিলেন, মেট্রোরেল কিংবা ফুটওভার ব্রিজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩টার আগে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা এই প্রতিবেদককে বলেন, দুপুর ২টার দিকে সড়কের এক পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছিলেন। আরেক পাশে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন। পুলিশ ছিল সুইমিং কমপ্লেক্স এলাকায়। তখন পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগার খবর আসে দুপুর ২টার দিকে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

হতাহতের তথ্য আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকতা।

এছাড়াও

ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে কর্মসূচি পালন করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *