Wednesday , July 30 2025
Breaking News

৪৮ ঘণ্টা হরতালের ডাক

শেষবার্তা ডেস্ক : আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এমনকি নির্বাচন বয়কটের ডাক দিয়ে লাগাতার কর্মসূচিও পালন করছে দলটি। এবার সেই ধারাবাহিকতায় নির্বাচনের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি সমর্থিত বিরোধী জোট।

বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এছাড়া আগামীকাল ৫ জানুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ করবে এলডিপি নেতাকর্মীরা। সেই সঙ্গে আসন্ন নির্বাচন বর্জন করার জন্য আবারও নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। সে অনুযায়ী আগামীকাল ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

এছাড়াও

বিএনপি চায় উৎসব মুখর নির্বাচনী পরিবেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হউক – আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচন মানে একটি উৎসব মুখর পরিবেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *