Wednesday , January 15 2025
Breaking News

রাজধানীতে পুলিশ বক্সে হামলা,আহত-১

শেষবার্তা ডেস্ক: রাজধানীর ধানমন্ডির একটি পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়। এতে অটোরিকশা চালকরা ক্ষিপ্ত হয়ে সাত মসজিদ রোডের পুলিশ বক্সে হামলা করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, ঘটনা শোনার পর ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

এছাড়াও

রাজধানী মিরপুরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ

মো: সোলায়মান: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরের অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *