শেষবার্তা ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদবেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে।
পরে বিএনপির কয়েকটি অঙ্গসংগঠনের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এসব সংগঠনের নেতাকর্মীরা সরকার পতন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে এর আগে সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলে দলে যোগ দেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসতে থাকে।