Thursday , October 30 2025
Breaking News
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

সীমালঙ্ঘন না করার আহ্বান কূটনীতিকদের:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষবার্তা ডেস্ক : দূতাবাসের প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব। নির্বাচন নিয়ে দূতাবাস ও  তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তপশিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক।

শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

পিটার হাসের ইস্যুতে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠানো হয়নি।

এছাড়াও

খালেদা জিয়ার জন্মদিনে মোহাম্মদপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া মাহফিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *