শেষবার্তা ডেস্ক : সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ শরিক দলগুলোর ডাকা ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধ চলছে।
বুধবার (৮ নভেম্বর) অবরোধের সমর্থনে বেলা ১২ টায় নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। মিছিলটি বিজয় নগর আলরাজি ভবনের সামনে থেকে শুরু হয়। পরে পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ প্রমূখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী বলেন, দেশবাসীর প্রতি আহ্বান আসুন আমরা একসাথে সমবেত হয়ে একটা উত্তাল আন্দোলন গড়ে তুলি। আওয়ামী লীগের এই কর্তৃত্ববাদী, লুটেরা সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। কোনো আপোষ নয়, ফয়সালা হবে রাজপথে।