মো: সোলায়মান,ঢাকা : রাজধানী মিরপুরে টানা চতুর্থ দিনে চলা পোশাক শ্রমিকদের টিয়ারসেল মেরে তুলে দিয়েছে পুলিশ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে পূরুবী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এ সময় প্রায় অন্তত ১২ টিয়ারসেল নিক্ষেপ করা হয়। পুলিশের ধাওয়ায় পিছু হঠছে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকিরা এখন আর সড়কে নেই। বর্তমানে এই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন,শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়।এতে তারা আহত হন।আমরা তারপর এ্যাকশনে যাই।
প্রত্যক্ষদর্শী কবির হোসেন বলেন,হুট করেই পোশাক শ্রমিকরা পুলিশের উদ্দেশ্য ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করেন। তারপর শ্রমিকরা যে যেভাবে পারে দিগবিদিক ছুটে যায়।
বর্তমানে মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড পূরবী সিনেমা হলের সামনে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ পুরো এলাকা টল দিচ্ছে এবং দিয়ে রেখেছে।