নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম। সন্ধ্যায় সেটি আবার চালু হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ করা হয়।