Friday , August 1 2025
Breaking News

স্মার্ট বাংলাদেশ অনেক আগেই হতো বঙ্গবন্ধু জীবিত থাকলে: ডেপুটি স্পিকার টুকু

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধু আজ জীবিত থাকলে স্মার্ট বাংলাদেশ অনেক আগেই বাস্তবায়ন হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

বুধবার (২২ মার্চ) প্রেসক্লাবে আয়োজিত দৈনিক মানবতারকন্ঠের প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন,তখন অব্দি আমাদের ধারণা ছিল না যে এটা কি হতে পারে। ধীরে ধীরে কাজ করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি।ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সময় আরেকটি বিষয় আসলো, সেটা হলো স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী এখন সে লক্ষ্যেই কাজ করছেন।

তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শুন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই তিনি দেশের কৃষিখাত,অর্থনীতিকে সুসংহত করার কাজ করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখনই তাকে ঘাতকের দল হত্যা করে।আজ সাংবাদিকদের যেসব দাবি দাওয়া, আহাজারি রয়েছে,বঙ্গবন্ধু থাকলে সেগুলো পূরণ হতো।আমরা আশা করছি,শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সবকিছুই বাস্তবায়িত হবে।

দৈনিক মানবতার কন্ঠের সম্পাদক আফরোজা তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ,ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

এছাড়াও

বিএনপি চায় উৎসব মুখর নির্বাচনী পরিবেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হউক – আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচন মানে একটি উৎসব মুখর পরিবেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *