শেষ বার্তা ডেস্ক :
ঢাকা ও রংপুর মহানগর বাদে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি। গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সরকার পতনে ঢাকা সহ সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু আজ ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পরিপ্রেক্ষিতে ঢাকার কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। অন্যদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের কারণে বিএনপির ঘোষিত গণমিছিল পিছিয়ে ঢাকার সঙ্গে সমন্বয় করে ৩০ ডিসেম্বর করা হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এদিকে সারা দেশে এসব কর্মসূচি পালনে বিএনপির কেন্দ্রীয় নেতারা ৯টি বিভাগীয় শহর এবং বিভাগের ১০টি বড় জেলাগুলোতে সফর করছেন। এর মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা রয়েছেন। তারা কর্মসূচি পালনে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন। এ ছাড়া অন্যান্য জেলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গণমিছিলে নেতৃত্ব দেবেন।