Tuesday , January 14 2025
Breaking News
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি : সংগৃহীত

দেশ ১০ বছরে উন্নত হতো বঙ্গবন্ধু বেঁচে থাকলে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ১০০টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর ১০ বছর বেঁচে থাকতে পারলে বাংলাদেশ হতো উন্নত-সমৃদ্ধ দেশ। আমরা তখনই বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারতাম। কিন্তু ৭৫-এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাতে থেমে যায় উন্নয়নের অগ্রযাত্রা। । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া কত দেশকে দৃষ্টান্ত হিসেবে দেখি। প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তার হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকত, তাহলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ হতো বিশ্বের কাছে দৃষ্টান্ত। কিন্তু ঘাতকদের কারণে সেটা হতে পারেনি। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করি।

এছাড়াও

ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে কর্মসূচি পালন করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *