Tuesday , January 14 2025
Breaking News

মহাসমাবেশ ঘিরে বিএনপির যৌথসভা

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টার পর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে যৌথসভা করছে দলটি।বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সারা দেশের ৯ বিভাগে গণসমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।

যৌথসভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলার সভাপতি ডা. দেওয়ান মো. সালাহ উদ্দীন সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

এ ছাড়া গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর সভাপতি সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত আছেন।

 

এছাড়াও

পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মো: সোলায়মান : রাজধানী পল্লবী ঢাকা মহানগর পশ্চিম পল্লবী থানা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *