নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টার পর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে বিভাগের নেতৃবৃন্দকে নিয়ে যৌথসভা করছে দলটি।বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সারা দেশের ৯ বিভাগে গণসমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
এ ছাড়া গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর সভাপতি সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত আছেন।