Wednesday , May 14 2025
Breaking News
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।পুরোনো ছবি

গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি নেই : কাদের

শেষ বার্তা  ডেস্ক : বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না । আজ বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির বিভাগীয় সমাবেশকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে সতর্কতার জন্য প্রস্তুত রয়েছে রাজপথে। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

এছাড়াও

রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ: কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক: রাজস্ব প্রশাসনের সংস্কারে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি- এমন অভিযোগ তুলেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *