নিজস্ব প্রতিনিধি: রাজধানী পল্লবীতে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার (২২ আগষ্ট ) বিকেলে ১১নং বি বল্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায় নাম মাহমুদা খানম পৃথিবী (২৫)। মিরপুর ১১নং মিল্লাত ক্যাম্প তার বাড়ি। বাবার নাম মৃত মাকসুদ আলম কিরন। পল্লবী থানার এস আই আনোয়ার ইসলাম ও এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মাহমুদা খানম পৃথিবীকে গ্রেফতারের ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।