Thursday , July 31 2025
Breaking News

সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল, সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাইদুর রহমান রিমন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক, এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন-এ সুনামের সাথে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

তিনি ছিলেন সাংবাদিকদের প্রিয় একজন অভিভাবকসুলভ সহকর্মী। হাস্যোজ্জ্বল, সহযোগিতাপূর্ণ এবং স্পষ্টভাষী এই মানুষটি সাংবাদিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সহকর্মীদের মতে—

“রিমন ভাই শুধু একজন সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন আমাদের বড় ভাই, অভিভাবক। যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

রিমন ভাইয়ের মরদেহ বর্তমানে তাঁর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন (জি-ব্লক, রোড-১১, হাউজ-৯৭১)-এ নেওয়া হচ্ছে।

আগামীকাল তাঁর একমাত্র কন্যা উর্মি দেশের মাটিতে পৌঁছালে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
“হে আল্লাহ, আপনি রিমন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”

সবার প্রতি অনুরোধ—
দয়া করে সাংবাদিক সাইদুর রহমান রিমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এছাড়াও

হত্যার শিকার বিএনপির ৪৭৭১ নেতাকর্মী

শেষবার্তা ডেস্ক : জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা-সমাবেশসহ দলীয় বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *