Thursday , July 31 2025
Breaking News

সাংবাদিককে হুমকির ঘটনায় টিআরইউবি’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা: ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশ (টিআরইউবি)’র সদস্য ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানকে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টিআরইউবি। বুধবার (২১ মে) এক প্রেস রিলিজের মাধ্যমে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

প্রতিবাদ লিপিতে সংগঠনের দপ্তর সম্পাদক প্রেরিত প্রতিবাদ লিপিতে জানানো হয়, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশ (টিআরইউবি)’র সদস্য ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানকে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টিআরইউবি।

মাহমুদুল হাসান জানান, সম্প্রতি আমি মিরপুর বিআরটিএ অফিসের দালালচক্রের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করি। যেখানে দুলাল নামে এক দালালের কার্যক্রম উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে দুলাল আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার আশঙ্কা ওই ব্যক্তি বা তার সহযোগীরা আমার এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে।

বুধবার (২১ মে) টিআরইউবি সভাপতি আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগীতা পূর্বক হুমকীদাতাকে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তারা।

এছাড়াও

প্রকাশ্য যুবলীগ নেতার হাতে যুবদল কর্মী খুন

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর পল্লবীতে সেলিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে যুবলীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *