Saturday , April 26 2025
Breaking News

ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি বিএনপিকে দায় দিচ্ছে – ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর রূপনগরে এনসিপির নেতাদের সাথে বিএনপি নেতাদের সংঘর্ষের খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। প্রেম সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি বিএনপির বিরুদ্ধে যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। এমন দাবি নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল মিরপুর ১০ গোল চত্বরে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা অভিযোগ করেন এনসিপি তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে পাশাপাশি রূপনগরে প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতাদের বিশৃঙ্খলা, হামলা, দলীয়ভাবে মিথ্যা প্রচার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।গণমানুষের দল বিএনপি’র সামাজিকভাবে ক্ষতি হয়েছে।

তবে এ নিয়ে ছাত্রদল নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন – আমরা শুধু উক্ত ঘটনাটির প্রতিবাদ এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। আর অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আমাদের বিএনপি।

ছাত্রদল নেতারা আরো বলেন – রূপনগরের ছোট্ট ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে। তাদের হুঁশিয়ারি করতে চাই যেটা সঠিক সেটা বলুন। বিএনপি’র বিরুদ্ধে কোন অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি দল।

উল্লেখ্য, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি এমন মর্মে একাধিক ব্যানার ফেস্টুন দেখা গিয়েছে,পাশাপাশি এনসিপি নেতারা যে ছাত্রলীগের পদধারী ছিল সে সকল তথ্য উপাত্ত দেখা গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীদের হাতে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ- সভাপতি মোঃ কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ কাওসার খান সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

এছাড়াও

ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে সবার ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *