Friday , April 25 2025
Breaking News

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আমিনুল হকের নেতৃত্বে শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবী ও রূপনগরে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। পৃথকভাবে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা দুটি পল্লবী রুপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সোমবারের (১৪ এপ্রিল) শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ জনগণ বলছেন, দীর্ঘ ১৭ বছর পর নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি। শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করছিল।

সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ‘সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। বিশেষ করে তৃণমূল থেকে সব পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে বসবাসরত বাংলা ভাষাভাষী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো হানাহানি, বিশৃঙ্খলা এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।’

তিনি আরও বলেন, “একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একজন বাংলাদেশি হিসেবে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই উপলব্ধি টুকু চিন্তা করেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।”

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাড. রুনা লায়লা, যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল প্রমুখ।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা।

এছাড়াও

ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে সবার ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *