Sunday , June 29 2025
Breaking News

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে আওয়ামী যুবলীগের সদস্যদের দ্বারা পল্লবী থানার যুবদল কর্মী সেলিম হত্যার বিচারের দাবিতে ৫নং ওয়ার্ড যুবদল ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ব্যানারে সেলিম হত্যার সাথে জড়িত বলে দাবি করা ব্যক্তিদের ছবি এবং তাদের বিরুদ্ধে ফাঁসির দাবি জানানো হয়েছে। ব্যানারে সেলিমের মৃত্যুর ছবি, অভিযুক্তদের ছবি এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, সেলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার যথাযথ বিচার না হলে আরও বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। স্থানীয় যুবদল নেতারা বলেন, প্রশাসনের উচিত দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

উল্লেখ্য, পল্লবী এলাকায় সেলিম হত্যার ঘটনা ঘটার পর থেকেই এলাকার জনগণ ক্ষোভে ফেটে পড়েছে এবং এরই ধারাবাহিকতায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এছাড়াও

সেনাবাহিনীর অভিযানে ‘ভইরা দে গ্রুপ’ প্রধান আশিক গ্রেফতার

ডেস্ক সংবাদ : রাজধানীর পল্লবী, রূপনগর ও আশপাশের এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলবাজি, গুলিবর্ষণ, চাঁদাবাজি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *