Tuesday , February 4 2025
Breaking News

রাজধানীতে লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধনে তিন উপদেষ্টা

শেষবার্তা ডেস্ক : রাজধানীর  মিরপুর-১৩ তে অন্তবর্তিকালীন সরকারের তিন উপদেষ্টা লাল গালিচায় খালে নেমে ভাসমান স্কেভেটরে উঠে খাল খননের উদ্বোধন করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৬ টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আগের মেয়রগণও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন। আগে হয়তো লাল গালিচা ছিলো না, কিন্তু এখন আছে। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন।

রিজওয়ানা আরও বলেন, আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে আমরা করবো টা কি? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়াও

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক অবস্থানে পল্লবী থানা যুবদল

মো: সোলায়মান: রাজধানী পল্লবী এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *