Friday , August 1 2025
Breaking News

তাপদাহে পথচারীদের স্বস্তি দিতে তেজগাঁও থানার বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ

শেষবার্তা ডেস্ক : তীব্র তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব এবং কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ বসিয়েছে তেজগাঁও থানা।

রোববার (২১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, তীব্র তাপদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব এবং কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বুথ বসিয়েছে তেজগাঁও থানা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমানের নির্দেশনায় থানার চারটি স্পটে এই বুথ বসানো হয়েছে।

তিনি আরও জানান, চার স্পট হলো, সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট, বিজয় স্বরণী এবং থানা কম্পাউন্ডের সামনে। প্রতিটি বুথে প্রতিদিন ১০০ লিটার বিশুদ্ধ পানি এবং ১০০ প্যাকেট খাবার স্যালাইন সরবরাহ করা হবে। চাহিদানুযায়ী পর্যায়ক্রমে পানি ও স্যালাইনের পরিমাণ আরও বাড়ানো হবে। বিশুদ্ধ পানি ও স্যালাইনের এই বুথ পুরো গ্রীষ্মজুড়ে থাকবে।

এছাড়াও

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে চিঠি, সমালোচনায় ছাত্র সংগঠন নেতা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকের কাছে ‘মে দিবস’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য আর্থিক সহায়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *