Related Articles
মো: সোলায়মান: বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১১ নং বাস স্ট্যান্ড থেকে ১০ নাম্বার গোল চত্বর পর্যন্ত গণসংযোগ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে আমিনুল হক বলেন,সরকার বিরোধী দলের উপর রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতন চালাচ্ছে। মানুষের বাক-স্বাধীনতা নেই। খুন ও সন্ত্রাসে শিকার হচ্ছে বিরোধীমতের মানুষ।
সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সর্বত্র নৈরাজ্য চলছে।
তিনি আরো বলেন, বিদুৎ,তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দান অব্যাহত বৃদ্ধির কারনে জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ ও দ্রুত কমানোর দাবী জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক,মাহাবুব আলম মন্টু,উত্তর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিক রনি, পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির সহ পল্লবী ও রুপনগর থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।