শেষবার্তা ডেস্ক : ছুটির দিনে হাজারও পর্যটকে মুখর চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্রের নোনা জলে গা ভেজানোর জন্য চট্টগ্রাম ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন পর্যটকরা।
পরিবার পরিজন, বন্ধু-বান্ধবসহ সব বয়সী পর্যটক ভিড় করছেন সমুদ্র সৈকতে। পর্যটক বাড়ায় শিশুদের জন্য বসেছে অস্থায়ী রাইড। যা উপভোগ করছেন প্রত্যেকেই। পর্যটক সমাগম বাড়ায় দোকানপাটে জমজমাট বেচাকেনাও।
এ বিষয়ে এক পর্যটক বলেন, শুক্র-শনিবার ছুটি থাকায় ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে এসেছি। খুবই উপভোগ করছি। আবহাওয়া খুবই চমৎকার।
আরেক পর্যটক বলেন, বাচ্চাদের স্কুল ছুটি। সেজন্য সমুদ্র পাড়ে নির্মল বাতাস নিতে এসেছি। যদিও এখানে মানুষের উপস্থিতি অনেক বেশি। তারপরও যে কারো মন ভালো হবে এমন পরিবেশে।