মো: সোলায়মান : রাজধানীর ফার্মগেট এলাকায় বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ককটেল প্রাইভেটকারের পেছনে বিস্ফোরণ হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব বিশ্বাস বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
তিনি বলেন, আমাদের ধারণা, ফার্মগেট ব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
				
		
						
					
						
					
						
					