Friday , November 28 2025
Breaking News

রাজধানীতে ১৪ দিনে গ্রেপ্তার ১৮১৩

মো: সোলায়মান : রাজধানীতে গত ২৮ অক্টোবরে সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১৪ দিনে এক হাজার ৮১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১০ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০, ৮ নভেম্বর ৪১, ৯ নভেম্বর ৩৭ ও সর্বশেষ ১০ নভেম্বর ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ২৮ অক্টোবর ও পরবর্তি সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগে মোট ১৩১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলাতেই এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *