শেষবার্তা প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে রাজধানীর গুলশান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর রাত পৌনে চারটার দিকে দিকে তাদের তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদল নেতাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।