নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত জঙ্গির নাম মোহাম্মদ আরিফ (২৩)। সে টঙ্গী ভারান এলাকায় বাসার ভাড়া নিয়ে থাকতো।
এটিইউ জানায়,বিদেশ থেকে কিছু জঙ্গি আসবে বলে আরিফ ১৫-২০ দিনে আগে একটি ফোন পায়। আরিফসহ বিদেশ থেকে আসা জঙ্গিদের একত্রিত হয়ে টঙ্গী এলাকায় একটি মিটিংয়ে বসার কথা ছিলো। মিটং শেষে তারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে বলে পরিকল্পনা করে আসছিলো। এই পরিকল্পনার আরিফ ইয়াকুব হুজুর নামে আরেক জঙ্গির সহযোগী হিসেবে কাজ করছিলো। এছাড়া এই পরিকল্পনার সঙ্গে ওমর ফারুক ও জাহাদ খান নামে আরও দুই জঙ্গি জড়িত আছে।
এসব বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির ভাটারা থানাধীন এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে এটিইউ’র একটি দল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউ’র পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি বলেন, আরিফ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। জসীম উদ্দিন রাহমানি ও তামিম আল আদনানীদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রথমে সমর্থক হয়। পরে সে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনটির সদস্য হয়। গত ১৫-২০ দিনে আগে ইয়াকুব হুজুর নামে এক জঙ্গি ফোন করে আরিফকে জানায়, বিদেশ থেকে সংগঠনের আরও কিছু সদস্য আসবে। পরে তারা সবাই টঙ্গী এলাকায় গোপন মিটিংয়ে একত্রিত হবে।
মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিলো তারা টঙ্গী এলাকায় একটি গোপন মিটিং এ মিলিত হবে এবং পরে একটি কার্যক্রমে অংশ নিবে তারা। গোয়েন্দা তথ্য পাওয়ার পর আমরা নজরদারি বৃদ্ধি করি। নজরদারির এক পর্যায়ে মনে হয়েছে তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে এই মিটিং করতে চাচ্ছে। পরে গতকাল অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের তথ্যেও আমাদের কাছে আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদেরও গ্রেফতার করা হবে।
গ্রেফতারকৃত পলাতক জঙ্গিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
				
		
						
					
						
					
						
					