শেষ বার্তা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার (কৃষি মার্কেট) ঝুঁকিপূর্ণ ছিল ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের এমন অভিযোগের বিষয়ের পর মার্কেট ঝুঁকিপূর্ণ থাকলে ভেঙ্গে দেওয়া হল না কেন সেই প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কৃষি মার্কেটের দক্ষিণ অংশের সামনের মোড়ে গণমাধ্যম কর্মীদের সামনে এই প্রশ্ন তুলেন তিনি।
এসময় তিনি বলেন, মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমন কোনো কাগজ আমরা পাইনি। আর এই মার্কেট ঝুঁকিপূর্ণ থাকলে ভেঙ্গে দেওয়া হল না কেন? তাহলে আমরা মেনে নেব এটা ঝুঁকিপূর্ণ মার্কেট।
তিনি আরও বলেন, এখানে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যেন ক্ষতিপূরণ পায়। কোন দোকান মালিক যেন এই ক্ষতিপূরণ না পায় এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে। যিনি এই দোকানে ব্যবসা করছেন তিনি যেন পরবর্তীতে দোকানটি বরাদ্দ পান। যার দোকান সেই যেনো পায় এখানে বাইরের লোক এসে যেনো দোকান না পায়।
তিনি বলেন, আমরা কিন্তু সব সময় চাই, এটা টিনের মার্কেট। এটা বহুতল মার্কেট হোক।
এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বলেন, এ মার্কেট ঝুকিপূর্ণ আমরা এখনো তেমন কোন কাগজ পায়নি আর আমাদেরও মনে হয়নি মার্কেটটি ঝুকিপূর্ণ।