Related Articles
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম বিপ্লব হোসাইন (৩০)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিবির বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বুধবার (২৬ এপ্রিল) এই তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জের পালিকান্দা গ্রামে।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।