Wednesday , January 15 2025
Breaking News

আতঙ্ক ছড়াতে চিরকুট; র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিনিধি : র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয় বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল)  সকালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র‍্যাব মহাপরিচালক বলেন, যেকোনো নাশকতা মোকাবেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, র‍্যাবের গোয়েন্দা ও সাইবার মনিটরিং এ কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবুও আত্মতুষ্টিতে নেই বাহিনী।
তিনি আরও বলেন, দুয়ারে বঙ্গাব্দ ১৪৩০। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে  চলছে নানা ধরনের প্রস্তুতি।  এ বছর মঙ্গল শোভাযাত্রা থাকছে, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও।
রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। একইসঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে কাজ করছে গণপূর্ত অধিদফতর।  পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়াও

ছবিকে জোকার বানিয়ে মাশরাফির ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *