Related Articles
নিজস্ব প্রতিনিধি :
অস্ত্র মামলায় মো. সেলিম (৪৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ২২ বছর পলাতক থাকার পর অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) হাতে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ( ৬ এপ্রিল ) র্যাব-৩ এর অধিনায়ক ( সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামির নামে ‘১৮৭৮ সালের অস্ত্র আইনে’ সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় ২০০১ সালে একটি অস্ত্র মামলা ও ২০০২ সালে একটি বিশেষ ট্রাইব্যুনাল মামলা আছে।
মামলা হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
আসামি সেলিমের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।