শেষ বার্তা ডেস্ক:
কুখ্যাত বিষ্ফোরক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলম শেখ (৪৫) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (৩ এপ্রিল) গভীর রাতে যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন।
তিনি জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ফুলতলা থানায় ২৬ ফেব্রয়ারি ২০১০ সালে মামলা দায়ের করে। পরবর্তীতে যাবজ্জীবন সাজা ও অর্থদন্ড প্রদান করা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আত্মগোপন করে আসছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
শেষ বার্তা সময়ের শেষ বার্তা
				
		
						
					
						
					
						
					