নিজস্ব প্রতিনিধি :
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার দুপুরে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীর উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশ এখন ভয়ানক দুর্যোগের অবস্থায় আছে। কোনো গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, জনগণের ভোটাধিকার নেই। আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের খাবার নেই, সরকারি দল ছাড়া কারও পকেটে টাকা নেই।
তিনি বলেন, এ রকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বিএনপি। এখন একটাই টার্গেট, দলের নেতাকর্মী ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি চূড়ান্ত আন্দোলন। এ আন্দোলনের জন্য সবাই প্রস্তুতি নিন।
এমন একসময় ছাত্রবিষয়ক সম্পাদক নিযুক্ত করল বিএনপি, যখন ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।