Sunday , April 27 2025
Breaking News

শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু

একাদশ শ্রেণিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম  চলবে।ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।অনলাইনে এসব কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও  আদেশে জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, অনলাইন টিসি, ম্যানুয়াল বিটিসি, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, শিফট পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা এবং ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফির প্রয়োজন নেই।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *