শেষ বার্তা ডেস্ক : বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না । আজ বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির বিভাগীয় সমাবেশকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।