Saturday , July 27 2024
Breaking News

নবাবপুর ভবন থেকে ৬ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

মো:সোলায়মান: রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডের বাড়িটি থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬ টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে ২২২ নম্বর নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান চালায় র‍্যাব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মানাধীন বাড়ির পরিত্যক্ত জায়গা এসবের সন্ধান পাওয়া যায়। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থা করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগের তারা পালিয়ে যায়। কারা কি উদ্দেশ্য এসব বিস্ফোরণ জড়ো করে তা নিশ্চিত নয়। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে, বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২ টায় ভবনটি ঘিরে ফেলে র‍্যাব।

এছাড়াও

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরির আঘাত

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরির আঘাত নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবী থানা এলাকার শাহিন আকন্দ (৪৮) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *